× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে নতুন তালা-পাসওয়ার্ড

এ যেন এক সিনেমার গল্প। ক্ষণে ক্ষণে তার ধরন বদলাচ্ছে। এই গল্পের নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন’। যতই দিন গড়াচ্ছে এবারের নির্বাচনের সাধারণ সম্পাদক পদটি নিয়ে ততই জল ঘোলা হচ্ছে। নির্বাচনের প্রচার-প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কে বিজয়ী, তা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এফডিসিতে আবারও চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতাকর্মীরা এক হয়েছিলেন। মূলত জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল ওই দিন বিকেলে। তবে এই বৈঠকে কঠোরতর কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু তা আর নেওয়া হয়নি। মূলত শিল্পী ও চলচ্চিত্রের উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছ তবে আলোচনার আগে একটি ব্যাতিক্রমী ঘটনা ঘটেছে। এবারের নির্বাচনে জায়েদ খানের প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়া জয় চৌধুরী একটি ঘটনা গণমাধ্যমের সামনে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘এফডিসিতে শুটিং করছিলাম। এর ফাঁকে ওয়াশরুমে যাওয়ার জন্য শিল্পী সমিতির কার্যালয়ে গেছি। কিন্তু আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতে পারছিলাম না। এই ঘটনাটি আমি ঠিক বুঝতে পারিনি। এই অফিসে তো গত চার বছর ধরে প্রতিনিয়ত যাচ্ছি, আসছি। হঠাৎ করে তালা বদলে গেল কেন, বুঝতে পারিনি। এখানে তো কোনো সোনাদানা নেই যে চুরি হওয়ার সম্ভাবনা আছে।’ জয়ের বলা এই ঘটনাটি পরিষ্কার করে দিয়েছেন কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি গণমাধ্যমে বলেন, ‘শুধু তালা বদল না, আমরা অফিসের চেয়ার, সিসিটিভির পাসওয়ার্ডও বদলে দিয়েছি। আর এটা করা হয়েছে শিল্পী সমিতির নিরাপত্তার জন্যই। এ নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। সবার সম্মতিতেই কাজটি করা হয়েছে।’ Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments