× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি’ ও অস্বচ্ছল মহিলাদের অনুদান প্রদান

উন্নত সমৃদ্ধ জাতি গঠন, সহস্রাব্দ উন্নয়ন অভিষ্ট অর্জন এবং সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি’ ও অস্বচ্ছল মহিলাদের মাঝে অনুদান প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা বৃত্তি ও অনুদান প্রদান করা হয়। প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি’ ও অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি. এম ইমরুল কায়েস সরকারি এডওয়ার্ড কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা ও ঈশ্বরদী মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোছা: সাদিয়া সুলতানা সুইটির হাতে বৃত্তির চেক তুলে দেন। উচ্চ শিক্ষা চলাকালীন সময়ে তাদেরকে প্রতিবছর ৩৬ হাজার টাকা শিক্ষা বৃত্তি’ প্রদান করা হবে। এছাড়াও ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় অস্বচ্ছল দরিদ্র ১০ স্বামীহারা পরিবার প্রধান ও প্রতিবন্ধীদের মাঝে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরনের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক মো: শফিকুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জামাত আলী মাষ্টার, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কানিজ ফাতেমা ও সাদিয়া সুলতানা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পি. এম ইমরুল কায়েস অসহায়দের নিয়ে কাজ করার জন্য নিউ এরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন। এসময় ফাউন্ডেশনের হিসাব রক্ষক কামাল পারভেজ, সমৃদ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলম, আল-মামুনসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, নিউ এরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষিত জাতি গঠনে এবং সহস্রাব্দ উন্নয়ন অভিষ্ট অর্জনে সরকারকে সহায়তা করতে সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ও স্বাবলম্বী হতে সহায়তা করে আসছে। এ পর্যন্ত প্রায় ২শত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)