× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনাতে যেভাবে কাপড় ব্যবসায়ীসহ দুইজন নিহত

পাবনা শহর ও সুজানগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের বাইপাসের সিঙ্গা বাজার এলাকায় ট্রাক চাপায় রিকশাচালক ও সুজানগরের মানিকহাট ইউনিয়নের রাইপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীর নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরের মালিগাছা ইউনিয়নের গাছপাড়া খা পাড়া মহল্লার আনছার আলী মোল্লার ছেলে তরিকুল ইসলাম মোল্লা (৪০), সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় কাপড় ব্যবসায়ী মো. রাকিব হোসেন (৩৫)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিহত রিকশাচালক তরিকুল জিবিকা নির্বাহের জন্য রিকশা নিয়ে সকালে বৃষ্টির মধ্যেই বের হন। সিঙ্গা বাজারে যাত্রী নামিয়ে দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি খোয়া বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই বাজার এলাকায় সড়কের পাশে অবৈধভাবে বালি, ইট ও খোয়া রেখে ব্যবসা করছে একটি চক্র। সড়কের উপরে ট্রাক ও ট্রলি রেখে তারা মালামাল উঠানামা করার জন্য প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। কিন্তু বিষয়টি প্রশাসনের নজর দারিতে থাকলেও কোন প্রতিকার হয়নি। এই ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ার কারণে সাধারণ মানুষের কোন কথাই তারা কর্ণপাত করে না। বিষয়টি দেখার জন্য প্রশাসনের সুদৃষ্ঠি কামনা করেছেন স্থানীয়রা। অপরদিকে সুজানগরের মানিকহট ইউনিয়নের রাকিব তার ভাইসহ ৩ জন মোটরসাইকেলযোগে এক নিকটাত্মীয়ের জানাজা নামাজে শরিক হওয়ার জন্য সাতবাড়িয়া অভিমুখে রওয়ানা হন। রাইপুর বাজারে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আগত একটি ড্রামট্রাক এসে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল চালক রাকিব ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জুয়েল বলেন, ঘটনার সাথে সাথে সেখানে টহল পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মাল বোঝাই ট্রাককে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার দুইজন পালিয়ে গেছে। মালিকপক্ষকে ডাকা হয়েছে। নিহত রিকশাচালকের মৃতদেহ হাসপাপতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সড়ক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি জটিলতা শেষ করে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় কাপড় ব্যবসায়ী ছিলেন। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments