জমে উঠেছে বউ মেলা!
গ্রামের মাঠে জমে উঠেছে মেলা। কেউ কিনছেন রেশমি চুড়ি, কেউ আবার আলতা-চিরুনি, হাঁড়ি-পাতিল, খুন্তি-কড়াই ও পানের বাটা। বিক্রেতারা এসবের পসরা সাজিয়ে বসেছে। যারা কিনছেন তারা সবাই নারী।
বলছি ‘বউ মেলা’র কথা। এ মেলায় পুরুষেরা কেউ যেতে পারেন না। আগে থেকেই নিষেধ করা আছে। তবে দোকানি হিসেবে কোনো কোনো পুরুষকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার পশ্চিম মহিষাবান ইউনিয়নের ইছামতী নদীর তীরের এ মেলার আয়োজন করা হয়।
মেলার আয়োজকেরা বলেন, বাংলা পঞ্জিকা অনুসারে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার ইছামতী নদীর তীরে বসে ঐতিহ্যবাহী ‘পোড়াদহ জামাই মেলা’। মেলায় বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া এলাকার শত বছরের রেওয়াজ। মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোর বউয়েরা বাবার বাড়িতে নাইওর আসেন। পোড়াদহ মেলায় লাখো মানুষের ভিড়ের কারণে মেয়েরা মেলায় আসতে পারেন না। এ জন্য প্রায় তিন দশক ধরে জামাই মেলার এক দিন পর ত্রিমোহিনী গ্রামে নারীদের জন্য বউ মেলার আয়োজন করা হচ্ছে। গ্রামের নারীরাই মেলায় বেশি আসেন বলে এটি ‘বউ মেলা’ নামে পরিচিত।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments