× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ওষুধ কেনার সময় কথা কাটাকাটিরে জেরে ছুরিকাঘাত

পাবনায় সোহাগ শেখ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাত আটটার দিকে পাবনা পৌর শহরের দিলালপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের কামাল শেখের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক (সেনেটারী মিস্ত্রি) ছিলেন। নিহতের ছোট ভাই শুভ শেখ বলেন, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান তার ভাই সোহাগ। রাত আটটার দিকে কাজ শেষে শহর থেকে বাড়ি ফেরার পথে দিলালপুর মহল্লায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করে নিহতের মরদেহ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দিলালপুরে একটি ওষুধের দোকানে ওষুধ কেনার সময় একজনের সাথে কথা কাটাকাটি হয় সোহাগের। সেখান থেকে ফেরার পথে সোহাগকে কুপিয়ে হত্যা করে ওই যুবক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments