× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে যা করণীয়

অপর্যাপ্ত তথ্য এবং তথ্যে গড়মিল থাকার কারণে প্রায় সময়েই হুট করে অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এমনকি যদি এখনও কোনো ব্যবহারকারীর এমন অ্যাকাউন্ট সচল থেকে থাকে, তাহলে সেগুলোও যেকোনো সময়ে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এ অবস্থায় ব্যবহারকারীদের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছে বাংলাদেশি ইথিকাল হ্যাকিং গ্রুপ- “সাইবার ৭১”। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) “সাইবার ৭১”-এর ফেসবুক পেজ থেকে বলা হয়, স্ক্যামারদের প্রতিহত করার জন্য হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষের অসংখ্য অ্যাকাউন্ট ভুয়া মনে হচ্ছে এবং একই ডিভাইসে অনেক আইডি লগইন করায় সেই আইডিগুলো ডিজেবল করে দিচ্ছে। বিশেষ করে যাদের নামগুলো সঠিকভাবে নেই, সেই অ্যাকাউন্টগুলোতেই বেশি সমস্যা হচ্ছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments