× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বিয়ের খাবার ‘হোম ডেলিভারি’ পাবেন অতিথিরা!

করোনাভাইরাস মহামারির কারণে বিগত দুই বছর ধরেই নানা ধরনের বিধি-নিষেধ ও লকডাউন দেখছে বিশ্ববাসী। এসব বিধি-নিষেধের মধ্যে অফিস থেকে শুরু করে ক্লাস, মিটিং, বাজার এমনকি বিয়েও অনলাইনেই করছে সবাই। কিন্তু এতো কিছুর ভিড়ে সব থেকে ক্ষতি মনে হয় বিয়েতে দাওয়াত খেতে আসা অতিথিদেরই হচ্ছিল। সব কিছু অনলাইনে চললেও বিয়ে বাড়ির কাচ্চির স্বাদ কী আর অনলাইন বা ভিডিও কলিং-এ দেখে মেটে? তবে, এই সমস্যার এক অভিনব ও বাস্তববাদী সমাধান নিয়ে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের এক যুগল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি বিয়ের পিড়িতে বসবেন সন্দীপন সরকার এবং অদিতি দাস। কিন্তু মহামারি ঠেকাতে সরকারের জারি করা কঠোর বিধি-নিষেধের কারণে প্রায় ৪৫০ অতিথিকে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম “গুগল মিট”-এর মাধ্যমে যুক্ত করতে হচ্ছে তাদের। তবে শুধু বিয়েতে উপস্থিতির জন্যই নয় বরং অতিথিদের কাছে বিয়ের খাবার পৌঁছে দেওয়ার জন্যও অনলাইনের দ্বারস্থ হয়েছেন এই হবু দম্পতি। পশ্চিমবঙ্গে এক যুগল গুগল মিটে বিয়ের অনুষ্ঠান এবং জোম্যাটোর মাধ্যমে বিয়ের খাবার অতিথিদের বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন-ছবি: সংগৃহীত জানা গেছে, অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন জোম্যাটো’র মাধ্যমে নিমন্ত্রিত সাড়ে ৪০০ অতিথির কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। সন্দীপন বলেন, “আমরা গত এক বছর ধরে বিয়ে করার পরিকল্পনা করছিলাম, কিন্তু মহামারি অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত বিধি-নিষেধ মেনে নিয়ে গুগল মিট-এ বিয়ের করতে হচ্ছে আমাদের।” তিনি জানান, অতিথিরা বিয়ের লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন এবং জোম্যাটো’র মাধ্যমে নিজেদের বাড়িতে বসেই একসঙ্গে নৈশভোজে অংশ নিতে পারবেন। আরও পড়ুন- ইনস্টাগ্রামে পরিচয়, মেটাভার্সে বিয়ে আর গুগল পে-তে উপহার! সন্দীপন জানান, রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী বিয়েতে মাত্র ১০০-১২০জন অতিথি সশরীরে উপস্থিত থাকবেন। অন্যদিকে, আমন্ত্রিত ৩০০ ও বেশি অতিথি অনুষ্ঠানের একদিন আগে পাসওয়ার্ডসহ বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার একটি লিঙ্ক পাবেন। এ বিষয়ে জোম্যাটো’র এক কর্মকর্তা টেলিগ্রাফ ইন্ডিয়া-কে বলেন, “আমরা ইতোমধ্যেই এই বিয়ের ডেলিভারি পর্যবেক্ষণ করার জন্য একটি দল প্রস্তুত করছি। মহামারির মধ্যে এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। আমরা এই অনুষ্ঠানটি প্রচার করারও পরিকল্পনা করছি।” ADVERTISEMENT করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক দম্পতিই সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে বিয়ের অনুষ্ঠানের জন্য বেছে নিচ্ছেন। সম্প্রতি, তামিলনাড়ুতে তেমনই এক দম্পতি ভারচুয়াল রিয়েলিটি ওয়ার্ল্ড “মেটাভার্স”-এ তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছিল।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments