× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



নির্বাচনে পরাজিত হয়ে রাস্তা বন্ধ করল মেম্বার পদপ্রার্থী

নির্বাচনে হেরে রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের পশ্চিম নওদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ফলে প্রায় ৫০টি পরিবারের যাতায়াতের অসুবিধা হচ্ছে। স্থানীয়রা জানান, বিগত ২৮ নভেম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করে মো: আব্দুল গণি। নির্বাচনে তিনি মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনে সে চতুর্থ হন। নির্বাচনে পরাজিত হয়ে তিনি দাইড়পাড়া থেকে পশ্চিম নওদাপাড়া দোতালা মসজিদ সংলগ্ন রাস্তা গর্ত করে বন্ধ করে দেন। ইতিপূর্বেও সে এমন কাজ করেছে বলে জানা যায়। পরে স্থানীয়দের চাপে রাস্তা পূরণ করে দিলেও পথচারীদের নানাভাবে হেনস্থা করছেন বলে জানা যায়। ফলে অনেকে এই পথ দিয়ে যেতে শঙ্কা প্রকাশ করছে। এই বিষয়ে জানতে মো: আব্দুল গণিকে মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় নি। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি চান এলাকাবাসী। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments