× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



টয়লেট পেপারে পদত্যাগের ঘোষণা !

চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়ার পর ভিন্ন কায়দায় পদত্যাগপত্র লিখে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন পাগলাটে এক কর্মী। পদত্যাগের ঘোষণা দিয়েছেন টয়লেট পেপারে। কর্মীর এমন সৃজনশীলতা ও তার বসের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বিস্মিত করেছে। রেডিটে লুইস নামে এক ব্যক্তি তার পদত্যাগপত্রের ওই ছবি পোস্ট করেন। টয়লেট পেপারে তিনি লিখেছেন, ‘এ মাসের ২৫ তারিখে আমি চলে যাচ্ছি।’ লেখার এক পাশে এঁকেছেন একটি কার্টুনও। খবর ডেইলি মিরর, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টাইমস ও এনডিটিভির। লুইসের এ পদত্যাগপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই তার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বলেছেন, এ পদত্যাগপত্র দেখে বস কী বললেন? তিনি নিশ্চয় ভীষণ রেগে গেছেন। এ ব্যাপারে লুইস এক কমেন্টসে জানান, বস একে নিছক মজা হিসেবেই নিয়েছেন। এমনকী অভিনব পদত্যাগপত্র হিসেবে পছন্দও করেছেন। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments