ঈশ্বরদীতে চেয়ারম্যান বাড়িতে চুরি
পাবনার ঈশ্বরদীর উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদারের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে দাশুড়িয়ার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চেয়ারম্যান বকুল সরদার জানান, রাতে কোনো এক সময় তার বাড়ির একটি কক্ষের জানালার গ্রীল ভেঙ্গে তার আলমারি থেকে লাইসেন্স করা একটি শটগান ও তিন ভরি সানোর গহনা নিয়ে যায় চোর।
ঘটনাস্থল পরিদর্শন করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরাজে কবীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments