× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



তফসিল ঘোষণায় আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দৌড়

জেলার সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল মতে আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের তফসিল ঘোষণায় সম্ভাব্য প্রার্থীরা দিগুণ উৎসাহে মাঠে নেমেছেন। বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসার পর চলতি বছরের ১৮ আগস্ট জেলার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলীর মৃত্যু হলে পদটি শূন্য হয়ে যায়। শূন্য হওয়ার পর থেকে সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এ গুঞ্জনের মধ্যে প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ এগিয়ে থাকলেও এখনো ঘর থেকে বের হয়নি বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য দল। অন্যান্য দল চুপচাপ থাকলেও আওয়ামী লীগ নেতারা ফেসবুক পোস্টারসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নৌকা মার্কার মনোনয়ন বাগিয়ে নিতে নানা ধরনের তত্পরতা শুরু করেছেন। নৌকা মার্কার প্রার্থী হতে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুনে প্রার্থী হওয়ার আগাম শুভেচ্ছা জানান দিয়ে যাচ্ছেন বেশকিছু সম্ভাব্য প্রার্থীরা। নৌকা প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন, প্রয়াত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকারের ছোট ছেলে রাকিব মাহবুব রকি। তিনি বাবার পদে আসীন হতে নৌকার মনোনয়ন চেয়ে প্রচার শুরু করেছেন। এছাড়া বগুড়া জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলমগীর শাহী সুমন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদুল ইসলাম রাজু দলীয় মনোনয়নপ্রত্যাশী। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা জানান, নির্বাচনে অংশগ্রহণ করলে সেক্ষেত্রে তাদের প্রার্থী প্রস্তুত রয়েছেন। কেন্দ্রীয় নির্দেশ পেলে প্রার্থী মাঠে নামবে। সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোকছেদুল আলম জানিয়েছেন, উপজেলা পরিষদের উপনির্বাচনে কে হবেন দলীয় প্রার্থী এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বগুড়ার সায়িরাকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, উপজেলা পরিষদের উপনির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল দাখিলের শেষ তারিখ ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত সারিয়াকান্দি উপজেলার সর্বমোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ১৬৫ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৪ জন ও মহিলা ৯৫ হাজার ৭০১ জন। ভোটকেন্দ্র রয়েছে ৭০টি।ADVERTISEMENT (rafiqul)
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments