× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনা জেলাতে করোনা সনাক্ত ০.৭৯ শতাংশ

দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২২ জুলাই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল তিন হাজার ৬৯৭ জন, এরপর ২৩ জুলাই ছয় হাজার ৩৬৪ জন শনাক্ত হয়। এরপর ৭ আগস্টের আগে শনাক্ত রোগী ১০ হাজারের নিচে নামেনি। সেদিন আক্রান্ত হয়েছিল আট হাজার ১৩৬ জন। এরপর ৮, ৯ ও ১০ আগস্ট শনাক্ত আবারও ১০ হাজারের উপরে উঠলেও কঠোর বিধিনিষেধের পর থেকে শনাক্ত রোগী কমতে থাকে।
তবে পাবনার ঈশ্বরদীতে করোনা সনাক্তের নতুন রেকর্ড হয়েছে। জেলাতে ২১ আগস্ট শনিবার মাত্র ২ জন করোনা সনাক্ত হয়েছে তার মধ্যে ২ জনই ঈশ্বরদীর। অন্যান্য উপজেলাতে কোন করোনা রোগী পাওয়া যায় নি। জেলা পুলিশ সুপারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এই তথ্য পাওয়া যায়। তাতে দেখা যায় শনিবার পাবনা জেলাতে মোট ২৫৩টি টেস্ট করা হয়। সনাক্ত ০.৭৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

No comments