শহীদুল হক বিশ্বাসের মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত
ঈশ্বরদী প্রেসক্লাবের সহযোগী সদস্য, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক বিশ্বাসের মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুলাই) প্রেসক্লাব মিলনায়তনে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এই বিশেষ দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাসক আব্দুল বাতেন। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য শহিদুল্লাহ খান।
এসময় বীরমুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ও সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, সাবেক সহ-সভাপতিএম কাদের, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আলহাজ¦ সুমার খান, কোষাধ্যক্ষ মিশুক প্রধান, দপ্তর সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য আক্তারুজ্জামান মিরু, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আসাদুজ্জামান আসিফ, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আরকে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, ঈশ্বরদী কল্যাণ সংস্থার সহ-সভাপতি গোপাল অধিকারী, সবুজ দেওয়ান, প্রিন্স তুহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, কোষাধ্য খালেদ মাহমুদ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আলী শেখ, সমাজ কল্যান সম্পাদক শিশির মাহমুদ, নির্বাহী সদস্য আফজাল হোসেন খান, উজ্জল প্রধান, সদস্য হারুন অর রশিদ খোকন, আওলাদ হোসেন, শিহাব সুমন, হাসান ইসলাম, খায়রুল বাসার মিঠু, ফারাবি বিন সাকিব, সাঈদ হাসান লিমন, রাকিব বিশ্বাস, জিয়াউল ইসলাম, অপূর্ব চৌধুরী, শরিফুল ইসলাম পাপ্পু, অপূর্ব চৌধুরী, পাপ্পু, মুত্তাকিন, রাসেল আলী, রাকিবুল ইসলাম রাকিব, তানজীদ রহমান, আলিফ হাসান, সাব্বির আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৯ আগষ্ট সোমবার সকালে শহীদুল হক বিশ্বাস বার্ধক্যজনিত কারণে পশ্চিম টেংরীস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ##
No comments