হাবিবুর রহমান বিশ্বাসের ইন্তেকাল
জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান সবুজের পিতা রেলওয়ের অবস্রপ্রাপ্ত আইওডাব্লিউ হাবিবুর রহমান বিশ্বাস ওরফে চাঁদু বিশ্বাস (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মঙ্গলবার (১০) আগষ্ট সকাল ৯.৩৮ মিনিটে তিনি ঈশ্বরদী শহরের ঈদগাহ রোড কদমতলা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যকালে তিনি এক পুত্র, দুই কণ্যা, দুই জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামায়ে জানাযা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদআছর বিকেল ৫.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
মরহুমের কনিষ্ঠ জামাতা ঈশ্বরদীর বিশিষ্ঠ শিশু চিকিৎসক ডা: আব্দুল বাতেন জানান, এরআগে তিনি দীর্ঘদিন ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্কয়ার হাসাপতাল থেকে তাঁকে গত ২ আগষ্ট ঈশ্বরদীতে আনা হয়।
তাঁর মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ##
No comments