পাবনা জেলাতে ৮ জুলাই বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় বেসরকারিভাবে করোনা সনাক্ত হয়েছে মোট ১৭৭ জন। এর মধ্যে ঈশ্বরদীতেই সবোর্চ্চ ৯১ জন করোনা সনাক্ত হয়েছে। এছাড়াও পাবনা সদরে ৩১, চাটমোহরে ৪, আটঘরিয়াতে ৭, ফরিদপুরে ৫, বেড়াতে ৯, ভাঙ্গুড়াতে ৫, সাথিয়াতে ১৭, ও সুজানগরে করোনা সনাক্ত হয়েছে ৮ জন।
advertisement
পাবনা জেলাতে ৮ জুলাই করোনা সনাক্ত ১৭৭ জন।
Reviewed by Amader Sangjog
on
July 08, 2021
Rating: 5
No comments