পাবনা জেলাতে ২৫ জুলাই রবিবার করোনা সনাক্ত ১০৩ জন।
দিপঙ্কর কুমার
নিজস্ব প্রতিবেদক:
পাবনা জেলাতে ২৫ জুলাই রবিবার মোট করোনা সনাক্ত হয়েছে ১০৩ জন। এর মধ্যে পাবনা সদর ৭ জন, ঈশ্বরদী ৫৮ জন, চাটমোহর ৬জন, ভাঙ্গুড়া ১২ জন, ফরিদপুর ৫ জন, বেড়া ১১ জন, সুজানগর ৪ জন। জেলার ঈশ্বরদী কয়েকদিন ধরেই সনাক্তের শীর্ষে অবস্থান করছে। এছাড়া ভাঙ্গুড়া ও বেড়াতে সনাক্তের সংখ্যা বাড়ছে Advertisement
No comments