× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদী আমবাগান মাদ্রাসায় আর্থিক অনুদান দিলেন কনক শরীফ

 ঈশ্বরদীর জামি’আ ছিদ্দীকিয়া আমবাগান মাদ্রাসায় আর্থিক অনুদান দিলেন সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ এমপি’র পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক। শুক্রবার বিকেলে তিনি ব্যক্তিগতভাবে এতিমদের জন্য নগদ এক লাক টাকা প্রদান করেন। এসময় কনক শরীফ বলেন, “ প্রয়াত পিতার মতই তিনি জনগণের জন্য কাজ করে যাবেন”। সবার কাছে তার প্রয়াত পিতাসহ, জননেত্রী শেখ হাসিনা ও দেশের মানুষের জন্য তিনি দোয়া প্রার্থনা করেন। তিনি আরো বলেন, মহান আল্লাহ্ তায়ালা এই মহামারী থেকে যেন মানুষকে পরিত্রাণ দান করেন। দূর্যোগকালীন এই সময়েও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগের সকল নেতা-কর্মি জনগণের পাশে আছে। করোনা মহামারীসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগ আমারা সম্মিলিতভাবে মোকাবিলা করবো ইশাল্লাহ্।                        advertisement


মসজিদ ও মাদ্রাসার সকলকে তিনি তার প্রয়াত পিতা ও মাতার সুস্থতার জন্য এবং ঈশ্বরদী-আটঘরিয়ার সকল মানুষের জন্য দোয়া চান। ঈশ্বরদী-আটঘরিয়াতে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের বিশেষভাবে অনুরোধ জানান। এসময় মাদ্রাসা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিপুল এবং মাদ্রাসার অধ্যক্ষ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। ##

No comments