× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বর্ষাকালীন ফসলের প্রণোদনা হিসেবে ঈশ্বরদীতে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০জুন) সকালে চলতি অর্থবছরে খরিপ ২/২০২০-২১ মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা উদ্যান নার্সারিতে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব তুলে দেওয়া হয়। ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। এসময় ৩০০ জন কৃষককে হাইব্রিড জাতের ২ কেজি বীজ, ২০ কেজি ফসফেট ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়। এছাড়া ৩০০ জন কৃষককে উপশি জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়েছে। ঈশ্বরদীর ৬০০ কৃষকের মধ্যে রয়েছে সাহাপুর ইউনিয়নের-১০ জন, লক্ষীকুন্ডা ইউনিয়নের-৫০ জন, ছলিমপুর ইউনিয়নের-১০ জন, পাকশী ইউনিয়নের-৩০ জন, মুলাডুলি ইউনিয়নের-২৫০ জন, দাশুড়িয়া ইউনিয়নের-১২০ জন, সাঁড়া ইউনিয়নের-২০ জন, পৌরসভার -১১০ জন।

No comments