পাবনা–৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব । এই আসনে বিএনপির চারজন মনোনয়ন উত্তোলন করায় শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই ঈশ্বরদী ও আটঘড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। । অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে হাবিবুর রহমান হাবিবকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় ঈশ্বরদী ও আটঘড়িয়ার মানুষ আনন্দিত। তিনি বলেন, এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে।
ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু বলেন, বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য সহায়ক হবে।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন বলেন, হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তৃণমূলের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেছে । আমরা এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান হাবিব বলেন, “আমাকে মনোনয়ন দেওয়ায় ঈশ্বরদী ও আটঘড়িয়াবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার লক্ষ্য।”
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন।
