× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে যেভাবে ভুয়া পুলিশ সদস্য আটক

ঈশ্বরদীতে শেহজান (২০) নামে পুলিশের এক ভুয়া সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ১৪ ফেব্রæয়ারি, বুধবার দুপুরে পৌর শহরের মশুরিয়াপাড়া ভাটাপাড়ার জিন্নাহ আলীর বাসার সামনে থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় তাকে আটক করা হয়। আটক শেহজান পাবনার আটঘরিয়ার কচুয়ারামপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শেহজান শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে চলাফেরা করতেন। ফাঁড়িতে তার যাতায়াত ছিল। সেজন্য অনেকেই তাকে পুলিশ বলেই জানতো। আটকের পর জানা যায় সে পুলিশ নয়। থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, শেহজানকে আটকের আগে ফাঁড়িতে দেখা গিয়েছিল। পুলিশের পোশাক পরে দুপুরে শহরের ভাটাপাড়াস্থ রাশিয়ানদের বসবাসকৃত বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিকট গিয়ে কথাবার্তা বলেন। তার কথা সন্দেহ হলে পুলিশ সদস্যরা শেহজানকে আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, আটক শেহজান ঘটনার সময় রাশিয়ানদের বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিকট নিজেকে ২০২৩ সালের ২৩ (খ) ব্যাচের পুলিশ সদস্য বলে পরিচয় দেন। সেখানে ওই ব্যাচের এক পুলিশ সদস্য ছিলেন। তিনি চ্যালেঞ্জ করায় শেহজান সঠিক কোনো জবাব দিতে পারে না। তখন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক করে পাবনায় ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের একটি ক্যাপ উদ্ধার করা হয়েছে। পাবনা ডিবি (ওসি) ইমরান মাহমুদ তুহিন জানান, আটক ভূয়া পুলিশ সদস্য শেহজান পুলিশের ওপর ভীষণভাবে দূর্বল। পুলিশে চাকরী নেওয়ার চেষ্টা করছে। তবে তার অন্যকোন উদ্দেশ্য ছিল কিনা তা জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments