× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে নানা আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মবাষিকী পালিত

পাবনার ঈশ্বরদীতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবাষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গাছের চারা বিতরণ, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (০৫ আগস্ট) সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধার্পণ ও গাছের চারা বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওহিদুজ্জামান ও নিউ এরা ফাউন্ডেশনের পক্ষে তথ্য কর্মকর্তা সাংবাদিক গোপাল অধিকারী । এ সময় উপস্থিত ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের সলিমপুর ইউনিয়ন সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার (৫ আগস্ট)। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা। অনুষ্ঠানের শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রয়াতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments