× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মরা গরুর মাংস বিক্রির চেষ্টা, দুই কসাইকে অর্থদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় মরা গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে দুই কসাইকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ড পাওয়া কসাইয়েরা হলেন স্বপন হোসেন (৩২) ও ফরিদ আলী (৩০)। বিষয়টি জানতে সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তারের মোবাইলে ফোনে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান ঘটনাটি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ‘মরা গরুর মাংস বিক্রির চেষ্টার অপরাধে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।’ স্থানীয় লোকজন জানান, অনেক দিন ধরে কসাই স্বপন ও ফরিদ পৌরসভার শরৎনগর বাজারে এক ব্যক্তির মাংসের দোকানে কাজ করেন। আজ বিকেলে তাঁরা একটি মরা গরু ভটভটিতে করে উপজেলার উত্তর মেন্দা গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাঁরা মরা গরুটির মাংস প্রস্তুত করে বিক্রির উদ্দেশ্যে শরৎনগর বাজারের ওই মাংসের দোকানে নিয়ে আসতে থাকেন। গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে স্বপন ও ফরিদকে আটকে রেখে স্থানীয় প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন বলে জানান স্থানীয় লোকজন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)

No comments