ঈশ্বরদী ছুরিকাঘাতে পিতা-পুত্র আহত
ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়ায় ফুটবল খেলার বাজিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাবিবুর মালিথা (৩৫) ও ফরজ মালিথা (৬০) আহত হয়েছে। সম্পর্কে তারা পিতা- পুত্র। রবিবার (২৩) জুলাই বিকালে চরকুড়ুলিয়া মাঠে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষীকুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কাফি জানান, অত্র গ্রামের ফুটবল মাঠে আলহাজ্ব মোড় ও জফি প্রামানিকের পাড়ার মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়, খেলায় ১০ হাজার টাকার বাজির প্রস্তাব করে আসাদুল মেম্বর পক্ষ, টাকা দিয়ে খেলতে আপত্তি জানায় সাবেক মেম্বর হাবিবুল গ্রুপ।
এর এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনা দেখা দেয়ে। এরপর সংষর্ষের রূপ নেয়ে। এ সময় আসাদুল মেম্বর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ছুরিকাঘাতে হাবিবুর মালিথা ও ফরজ মালিথা আহত হয়।
আহতদের উদ্ধার করে চিকিৎসা জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাবিবুর মালিথার আঘাত গুরুতর হওয়্যা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments