দাশুড়িয়াতে পানিবন্দী হাজারো মানুষ, স্থায়ী নিষ্কাষণের দাবি এলাকাবাসীর
বিপুল অধিকারী:
যোগাযোগের অন্যতম রুট দাশুড়িয়া। যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হলেও সড়কের পানি নিষ্কাষনের নেই স্থায়ী সমাধান। ফলে বৃষ্টি হলেই সড়কের পানিতে পানিবন্দী হয়ে পরে কয়েক গ্রামের হাজারো মানুষ। গত কয়েক দিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে পরেছেন কয়েক হাজার মানুষ। পানিবন্দী থাকায় স্কুল বন্ধ রেখেছেন শিক্ষার্থীরা। চারদিকে পানি থাকায় ঠিকমত কর্মক্ষেত্রে যেতে পারছেন না অনেকে। নিত্য আয়ের মানুষগুলো বেকায়দায় পরেছেন। এঅবস্থা থেকে পরিত্রাণ পেতে স্থায়ী নিষ্কাষণের দাবিও জানান তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহায় গ্রামবাসী। কিছু কিছু পরিবার নৌকা ব্যবহার করে পানি পার হয়ে যাচ্ছে হাট-বাজারে। দাশুড়িয়ার কারিগড়পাড়া, কলেজপাড়া, দাশুড়িয়া মাদ্রাসা, সরাইকান্দি, হঠাৎপাড়া, লক্ষীখোলা পানিবন্দীর আওতার মধ্যে রয়েছে। কয়েক হাজার পরিবার আজ পানিবন্দী, গত কয়েক বছর ধরে চরম দুর্ভোগের মধ্যে আছে বলে জানান এলাকাবাসী। সবজি চাষাবাদ, হাঁস মুরগির ঘর ও মাছের খামারসহ তলিয়ে গেছে। শুধু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচশ পরিবার।
স্থানীয় বাঁশী কর্মকার, হরিকমল সরকার, মোঃ আখতারুজ্জামান, মো: জনি, মানিক, মোঃ সোহেল রানা, মোঃ শাহিন মন্ডল সহ অনেকেই জানান, দাশুড়িয়া মোড়ের পাশ থেকে কলেজপাড়া, কারিগরপাড়ার প্রধান সমস্যা হলো জলাবদ্ধতা। বছরের পর বছর আমাদের এই সমস্যায় ভুগতে হয়। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এলকাবাসী আরো জানান, রান্না করার চুলা ডুবে গেছে। গোসলখানায় পানি উঠেছে। বাধ্য হয়ে বাইরের উঠানের এক পাশে অস্থায়ী গোসলের জায়গা করা হয়েছে। প্রতিবছরই বর্ষায় এই এলাকায় পানি জমে। স্থায়ী সমাধানের জন্য জনপ্রতিনিধিদের দৃষ্টি চান এলাকাবাসী।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আনোয়ারুল ইসলাম ডাবলু বলেন, এলাকাগুলো আমি নিজেই পরিদর্শন করেছি। এলাকাবাসী খুবই কষ্টের মধ্যে আছে। পানির কারণে চর্মরোগের সৃষ্টি হচ্ছে। বিষয়টি চেয়ার্যমানকে অবহিত করেছি।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার জানান, বিষয়টি শুনেছি। পানি নিষ্কাষণের জায়গা না থাকায় এলাকাগুলো পানিবন্দী হয়েছে। আগামীতে যেন না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments