× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ইউপি সদস্য রাজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সাভারের আশুলিয়ায় চাঁদা না পেয়ে এক ইন্টারনেট ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীসহ এলাকাবাসী অবিলম্বে ইউপি সদস্য রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোমবার রাতে ৭ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান আশুলিয়া থানায় মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার এসআই এমদাদুল হক। অভিযুক্ত রাজন ভূঁইয়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের সাধারণ সদস্য। তার বিরুদ্ধে এর আগেও মাদক, চাঁদাবাজি, মারধরসহ অবৈধ গ্যাস প্রদানের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার আসামিরা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজন ভূঁইয়া (২৩) ও তার ছোট ভাই রাকিব ভূঁইয়া (২৪), জাহিদ ভূঁইয়া (২৫), শামীম (২৫), শরীফ (২৫), হৃদয় (২২) ও অনিক (২০)। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় ইন্টারনেটের ব্যবসা করে আসছিলেন হাবিবুর রহমান ও জাহিদ ভূঁইয়া। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ভূঁইয়া ইন্টারনেট সার্ভিস। কিন্তু ইউপি সদস্য রাজন ভূঁইয়া ও তার ছোট ভাই রাকিব তাদের ব্যবসার দখলে নিতে গত ইউপি নির্বাচনের পর থেকে বিভিন্নভাবে হুমকি ধামিকে দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় পূর্ব নরসিংহপুর মোল্লাপাড়া এলাকায় রাজন ভূঁইয়ার নির্দেশে ব্যবসায়ীদের কয়েকটি সংযোগ কেটে দিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন রাকিব ও তার সন্ত্রাসী বাহিনী। বিষয়টি নিয়ে ইন্টারনেট ব্যবসায়ী হাবিবুর ও জাহিদ প্রতিবাদ করলে রড ও লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করা হয়। এ সময় রাকিব ও তার সহযোগীরা হাবিবুরের অফিসে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ইন্টারনেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান থানায় চাঁদাবাজির একটি মামলা করেছেন। ইতিমধ্যে আমরা আসামিদের ধরতে অভিযান পরিচালনা করেছি। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments