বৃষ্টি হতে পারে তিন বিভাগে
শৈত্যপ্রবাহ কেটে গিয়ে শীত আজ থেকেই কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মেধ্যে এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
তবে শীত কমলেও তিন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ফলে মেঘ থাকায় সেসব এলাকায়ও শীত কম পড়বে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় আজ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। সারাদেশেই তাপমাত্রা আজ থেকে বাড়বে। আগামী কয়েক দিন সারাদেশেই তাপমাত্রা বাড়বে।
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, সামনে একটি বৃষ্টির ইভেন্ট আছে। বৃষ্টির ওপরে নির্ভর করে শীত থাকছে না চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, বুধবার সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির দু-এক দিন পরই দেশব্যাপী মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি হওয়া-না হওয়ার বিষয়টিও নির্ভর করছে বুধবারের বৃষ্টির ওপর।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments