পৌর আ.লীগের সভাপতি পদে বিদ্রোহী প্রার্থী
জয়পুরহাটের আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘বিদ্রোহী প্রার্থী’ এনায়েতুর রহমান আকন্দ স্বপন। তিনি ২০১৫ সালের পৌর নির্বাচনের নৌকার বিপক্ষে নির্বাচন করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন।
ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন গোলাম মাহফুজ চৌধুরী।
তিনি যুগান্তরকে বলেন, এনায়েতুর রহমান আকন্দ স্বপন ২০১৫ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। এজন্য ওই সময় তাকে ও তার ভাইকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে দল তাদের সাধারণ ক্ষমা করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালে অনুষ্ঠিত আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী। নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তৎকালীন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ স্বপন। পরে মনোনয়ন না পেয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন স্বপন।
এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় তাকে সাধারণ ক্ষমা করা হয়েছিল। তবে সেময় দলের কোনো পদ পাননি তিনি। এদিকে চলতি বছর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলেন এনায়েতুর রহমান আকন্দ স্বপন। তবে এবারও তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
জানতে চাইলে এনায়েতুর রহমান আকন্দ স্বপন যুগান্তরকে বলেন, ২০১৩ সালে সিদ্ধান্ত ছিল আমি উপজেলা নির্বাচন করবো। তখন থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। আমি জনগণকে কথা দিয়েছিলাম তাই দলের মনোনয়ন না পেয়েও নির্বাচনে দাঁড়াতে হয়েছিল। দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, আমাকে বহিষ্কার করা হয়েছিল এটা সত্য। কিন্তু পরে আবার ক্ষমাও করা হয়। এরপর আমি আর কোনো দিন দলের সিদ্ধান্তের বাইরে যাইনি।
১০ ডিসেম্বর জয়পুরহাটের আক্কেলপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আক্কেলপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী। প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, যুগ্ম আহ্বায়ক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী বক্তব্য দেন।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments