× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি, ফসলি জমি প্লাবিত

ঈশ্বরদীতে পদ্মা নদীতে পানি বৃদ্ধির অব্যাহত থাকায় নদী তীরবর্তী অনেক স্থানেই নিচু এলাকাতে পানি ঢুকে পড়েছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক মোঃ মোশারফ হোসেন বৃহস্পতিবার জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এই পয়েন্টে আজ পানির উচ্চতা পাওয়া গেছে ১৪ দশমিক ০৯ মিটার। এই পয়েন্টে বুধবার পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ৯১ মিটার। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সিমা ১৪ দশমিক ২৫ মিটার। গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পাওয়ায় এই পয়েন্টে বিপদ সিমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।Advertisement
এদিকে নদীর পানি বৃদ্ধির ফলে আড়মবাড়িয়া পাল পাড়ায় নতুন করে নিমাই রায়, হরিপদের ও গোপালপুরের নিজাম, হুজুর আলীর বাড়িতে পানি ঢুকে পড়েছে। উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকামালপুর,বিলকাদা,চরকুড়ুলিয়া প্রভৃতি এলাকায় ফসলি জমিতে পানি প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে জানায় স্থানীয়রা। ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ জানান, গত তিন দিনে পদ্মায় পানি বৃদ্ধির ফলে উপজেলার লক্ষীকুন্ডা, সাঁড়া, পাকশী ও সাহাপুর ইউনিয়নের কিছু এলাকায় ফসলি জমিতে পানি প্রবেশ করায় ২শত ৫৫ হেক্টর জমির মূলা, মিষ্টি কুমড়া,করলাসহ বিভিন্ন ধরনের সবজি, ৩৫ হেক্টর মাসকালাই, ৩৪ হেক্টর আখ ও ২ শত হেক্টর জমির কলার ক্ষতি হয়েছে।এই পানি বাড়তে থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে জানান স্থানীয়রা। ##Advertisement

No comments